চলচ্চিত্রের ১৮ সংগঠনে কি শিল্পী সমিতি নেই? প্রশ্ন ইলিয়াস কাঞ্চনের

গতকাল সন্ধ্যায় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন এক হয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করার ঘোষণা দিয়েছে। ১৮ সংগঠনের পক্ষে সোহানুর রহমান সোহান স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

তবে এই সিদ্ধান্ত ও বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। সেদিনের সেই বৈঠকের দাওয়াতই পাননি শিল্পী সমিতির বর্তমান সভাপতি।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

kalerkantho

মুঠোফোনে ‘বেদের মেয়ে জ্যোৎস্না’খ্যাত অভিনেতা বলেন, ‘চলচ্চিত্রের প্রধান তিনটি সংগঠনের একটি শিল্পী সমিতি। সেই সমিতিকে বাদ দিয়ে কী করে ১৮ সংগঠনের বৈঠক হয়! আর সমিতির একজন সদস্যকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও আমার সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয়েছে এখানে আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। গতকালের যে সিদ্ধান্ত তারা নিয়েছেন সেই সিদ্ধান্তে আমার মতামত আছে কি না তা নিয়ে আজ দুপুর পর্যন্তও কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। এটা কেমন কথা তা আমার মাথায় আসছে না। এই সব স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার আগে আরো ভাবা উচিত। ’

kalerkantho

এদিকে ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আর কথা বলতে চান না বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যে রায় দেবে সেটাই মেনে নেব। জায়েদ বা নিপুণ—কারো বিষয় নিয়ে কথা বলতে চাই না। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ