চট্টগ্রামে আরও ১৩২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম জেলায় আরও ১৩২ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৬০ জন এবং উপজেলার ৭২ জন।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের তিনটি ল্যাবে ৪৬৪ টি নমুনা পরীক্ষা করে ১৪০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এদের মধ্যে আটজনের নমুনা পরীক্ষা দ্বিতীয়বার করোনা পজিটিভ এসেছে। সে হিসাবে চট্টগ্রাম জেলায় নতুন সংক্রমিত ১৩২ জন।

সিভিল সার্জন জানান, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ১৯২টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নগরীর ১৬ জন এবং উপজেলার ১৭ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৩৭টি। এদের মধ্যে ৪৬ জনের করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৪২ জন নগরীর এবং উপজেলার চারজন সংক্রমিত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৫টি নমুনা পরীক্ষা করে জেলার ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজনের নমুনায় দ্বিতীয়বার করোনাভাইরাস পজিটিভ এসেছে। সিভাসু ল্যাবে নতুন শনাক্তদের মধ্যে উপজেলার ৫১ জন এবং নগরীর দুইজন।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৭১ জনে।