ঘূর্ণিঝড়ে ৩ শতাধিক শিশুর জন্ম, অনেকের নামই ‘ইয়াস’

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’র আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের ওড়িশা। বিশেষ করে সেখানকার উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায় এ ঝড়।

স্থানীয় প্রশাসন যখন ঝড়ের ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত ঠিক তখনই স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যটিতে জন্ম নিয়েছে তিন শতাধিক শিশু। এসব নবজাতকের বেশিরভাগেরই বাবা-মা তাদের নাম রাখেন ‘ইয়াস’।

ওড়িশার বালাসোরের বাসিন্দা সোনালি মাইতি জানান, সন্তানের জন্য ইয়াসের চেয়ে ভালো নাম তিনি ভাবতেই পারছেন না। একইভাবে কেন্দ্রপাড়া এলাকার সরস্বতী বৈরাগী বলছেন, তিনি ঝড়ের পরেই নিজের সদ্যোজাত মেয়ের নাম ‘ইয়াস’ রেখেছেন।

 

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়, এভাবে প্রত্যেকে তাদের নবজাতকের আগমনের সময়টিকে স্মরণীয় করে রাখতে ঘূর্ণিঝড়ের নামেই নাম রাখছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন