ঘরবন্দি সময়ে বাতের ব্যথা? রইল কিছু টিপস

করোনার প্রাদুর্ভাবের কারণে ঘরবন্দি সময় কাটছে। এ সময়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন বয়স্ক ব্যক্তিরা।

বার্ধক্যের কারণে হয়তো সেভাবে বাইরে যাওয়া হতো না। যদিও বা যেত সেটা বাড়ির সামনে কিছুটা রাস্তা কিংবা স্থানীয় এলাকার কোনও পার্ক। কিন্তু এই করোনার দাপটে তাও বন্ধ। হ্যাঁ, কথা হচ্ছে বাড়ির বয়স্ক মানুষদের জন্য। এমনিতেই ষাটোর্ধ্ব অনেক প্রবীন নাগরিকদের শরীরে বাসা বেঁধেছে বাত। আর সেই ব্যাথার উপসম পেতে অনেকেই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে বের হতেন। কিন্তু বর্তমানে সেগুলি করা যাচ্ছে না।

তবে কয়েকটি ঘরোয়া টোটকায় এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন আপনার বাড়ির বয়স্করা।

রসুন তেল : এই ব্যথা থেকে মুক্তি পেতে রসুন তেলে জুড়ি মেলা ভার। গাঁটের ব্যথা কমাতে এক কোয়া রসুন কুচিয়ে অল্প গরম তেলে মিশিয়ে নিন।

দুগ্ধজাত দ্রব্য : এই সময় যতটা পারবেন দুধ, দই কিংবা পনির খান। আসলে দুগ্ধজাত দ্রব্যে ক্যালসিয়াম থাকে, যা হাড়কে শক্তিশালী ও মজবুত করে। পাশাপাশি রোগ প্রতিরোধও ক্ষমতা বাড়ায়। যা এই সময় অত্যন্ত জরুরি।

ব্রকোলি : অনেকেই হয়তো জানেন না যে উচ্চমানের ভিটামিন সমৃদ্ধ সবজি হলো ব্রকোলি। এটা হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। তাই এই সময় একটু হলে ব্রকোলি দিয়ে কোনও পদ খাওয়া উচিত।

 

সুত্রঃ কালের কণ্ঠ