গ্লোব সসার অ্যাওয়ার্ডের সম্মাননা নিয়ে বিতর্ক

গ্লোব সসার অ্যাওয়ার্ডে শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুঞ্জন উঠেছিল, ভোটাভুটিতে কেবল শতাব্দীর সেরা নয়, বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন রোনালদো। তবে সেটি তিনি রবার্ট লেওয়ানডস্কিকে দিয়ে দিয়েছেন।

গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগাসহ ট্রেবল জিতেছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেওয়ানডস্কি। করেছেন ৫৫টি গোল। জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিও। অন্যদিকে গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল ৩৭টি। সিরিআ ছাড়া জিততে পারেননি কোন ট্রফি।
ইতালির সংবাদমাধ্যম টুত্তো স্পোর্টস খবর প্রকাশ করেছিল, বর্ষসেরা ফুটবলারের ভোটাভুটিতেও এগিয়ে ছিলেন রোনালদো। তিনি পেয়েছেন ৪২ শতাংশ ভোট। অন্যদিকে লেওয়ানডস্কি পান ৩৮ শতাংশ ভোট। তবে এই পুরস্কার পেলে সেটি নিয়ে সমালোচনা তৈরি হতে পারে তাই সেটি লেওয়ানডস্কিকে দিয়ে দেন রোনালদো।

তবে দুবাই গ্লোব সসার অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ এ খবর অস্বীকার করেছে। তারা বলেছে, স্বচ্ছতার সঙ্গেই বর্ষসেরা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন লেওয়ানডস্কি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন