গোমস্তাপুরে ২য় দিনেও সর্বাত্মক লকডাউন

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমন বৃদ্ধি এবং  ভারত সীমান্তবর্তী জেলা হিসেবে করোনা সতর্কতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের দেয়া ৭ দিনের কঠোর লকডাউনের ২য় দিন বুধবার কঠোরভাবে অতিবাহিত হয়েছে  । চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যান্য উপজেলার ন্যায় গোমস্তাপুরে লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও পুলিশ মাঠে কাজ করছে। উপজেলার বিভিন্ন প্রবেশদ্বার সহ গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে।
অপ্রয়োজনে যারা বাইরে বের হয়েছে তাদের অর্থদণ্ড করছে উপজেলা প্রশাসন। তবে কৃষিকাজে ব্যবহৃত যানবাহন চলাচল করছে। বিশেষ করে আম ও ধানবাহী যানবাহন চলাচলে সহায়তা করছে পুলিশ।
এদিকে, উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ৩ জনের এ্যান্টিজেন টেস্টে ও রামেক পিসিআর ল্যাব টেস্টে ৬ জন সনাক্ত হয়। এ নিয়ে, উপজেলায় মোট ৫৮ জন করোনা রোগী সনাক্ত হল। এর মধ্যে ৪৩জন চিকিৎসাধীন, সুস্থ ১৪জন ও মৃত ১জন।এদিকে  ভারত সীমান্তবর্তী উপজেলা হওয়ায় বিজিবি সদস্যদের সীমান্তে সতর্ক  অবস্থানে থাকতে দেখা গেছে।
স/জে