গোমস্তাপুরে হয়রানির শিকার হচ্ছেন করোনা যোদ্ধারা

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধারা সমাজে হয়রানির শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত তিন দিন ধরে এমন এক করোনা যোদ্ধা পরিবারসহ তালাবদ্ধ হয়ে আছে।

গত বুধবার রাতে ওই করোনা যোদ্ধার বোয়ালিয়া ইউনিয়নের বড় বঙ্গেস্বরপুর গ্রামের বাড়িতে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে তাদের মূল ফটকে দুটি তালা লাগিয়ে দেয়া হয়েছে। এছাড়া প্রতিবেশিরাও তার পরিবারকে এক ঘরে করে রেখেছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে করোনা শনাক্ত না হওয়ার পরও এক করোনা যোদ্ধাকে বাড়ির মালিক বাড়ি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করছে বলে জানা গেছে। করোনা সম্মুখ যোদ্ধাদের সঙ্গে মানুষের এ আচরনে হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য এ যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ রয়েছেন। এর মধ্যে দুই জন মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) ও এক জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার।

উপজেলায় তিন জন নমুনা সংগ্রহকারীর মধ্যে দুই জনই করোনা পজেটিভ হওয়ায় মাত্র এক জন দিয়ে কোন রকমে নমুনা সংগ্রহ কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স/অ

আরো পড়ুন ,,,

গোমস্তাপুরে আরো ২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত