গোমস্তাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোকসজ্জা,জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত, উন্নত মানের খাবার পরিবেশন, মেলা, পুরস্কার বিতরনী,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ইসলামিক ফাউন্ডেশন নানা কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও তাজুল ইসলাম সোনার্দী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসার আলী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।