গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরন 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রবি শস্য মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্য কৃষি প্রণোদনার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ শহীদ স্মৃতি স্তম্ভে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার ও জাহিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ উপ সহকারী কৃষি কর্মকর্তারা।

উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার,আলিনগর,বাঙ্গাবাড়ী ও বোয়ালিয়া ইউনিয়নের ৭’শ ৬০ জন কৃষককে প্রণোদনার সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে গম, ভূট্টা, চিনাবাদাম, শীতকালীন, পেঁয়াজ, মূগ, মসুর ও খেসারীর ফসলের জন্য অবশিষ্ট ইউনিয়নের ৫ হাজার ৩’শ ৭০ জন কৃষককে বীজ ও সার দেয়া হবে।

স/রি