গোমস্তাপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোরদার করণ প্রকল্পের আওতায় মৃত্তিকা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার এবং ভেজাল সার চেনার উপায় শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ কর্মশালা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সচিবালয় গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী অঞ্চলের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, পার্বতীপুর চেয়ারম্যান লিয়াকত আলী খাঁনসহ অন্যরা।

স/আ.মি