গোমস্তাপুরে কৃষকদের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২০২১-২২ অর্থবছরের খরিফ মৌসুমে  কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে গোমস্তাপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনার অংশ হিসেবে বীজ ও সার বিতরণ  করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। এসময় বক্তব্য রাখেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভির আহমেদ সরকার প্রমুখ।

প্রসঙ্গতঃ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩হাজার কৃষকের মাঝে এসব প্রনোদনার সারও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষকের মাঝে  ৫কেজি আউশ ধানের বীজ, ২০কেজি ডিএপি ও ১০কেজি এমপি সার দেওয়া হয়।

এস/আই