গোমস্তাপুরে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান

গোমস্তাপুর প্রতিনিধিঃ
আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্বিতীয় ধাপে বেড়ে যাওয়ায়, করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে বৃদ্ধির লক্ষে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব মিজানুর রহনান এর নেতৃত্বে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় উপজেলার রহনপুর পুরাতন বাজার, খোয়ারমোর ও কলেজ মোড়ের  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হোটেল, ফলের দোকান, কাপড়ের দোকান, ভ্যারাইটিজ স্টোর ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবীধি মেনে না চলায় মোট  ১০হাজার ৩’শ’ টাকা জরিমানা করা হয়।
এই সময় তিনি সাধারণ মানুষের মাঝে  করোনা সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক পরিধান করার নির্দেশ  দেন। তিনি আরও বলেন আমরা সকলে মাস্ক পরিধান করবো, কেবলমাত্র  এই মহামরী থেকে পরিত্রাণ  পেতে হলে  করোনা সর্তকতা অবলম্বন করতে হবে।তাই আমাদের নো মাস্ক,নো সার্ভিস এই স্লোগানকে  মেনে চলতে হবে।
রহনপুর বিশ্বাস স্মৃতি সংঘ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত