গোমস্তাপুরে করোনা রোগী শনাক্ত, দুটি দোকান ও বাড়ি লকডাউন

গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রথম বারের মত শিশুসহ ২ জন করোনা রোগী সনাক্ত হওয়ায় দুটি বাড়ি ও দুটি দোকান লকডাউন করেছে গোমস্তাপুর উপজেলা প্রশাসন।

সোমবার স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে ২ জন করোনা রোগী সনাক্ত হওয়ায় রাতেই তাদের বাড়ি লকডাউন করা হয়।

এছাড়া আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের করোনা সনাক্ত ব্যক্তি সোমবার রহনপুর পুরাতন বাজারের দুটি কাপড়ের দোকানে কেনাকাটা করায় ওই দোকান দুটি মঙ্গলবার সকাল থেকে বন্ধ এবং দোকানের মালিক ও কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারওয়ার জাহান জানান, হ্যান্ড গ্লোভস এর অভাবে আক্রান্ত ২ জনের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে অচিরেই তাদের নমুনা সংগ্রহ করা হবে।