গোমস্তাপুরে এবার করোনা যোদ্ধাকে বাড়ি ছাড়ার চাপ

গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে করোনা যুদ্ধের সম্মুখ এক যোদ্ধার বাড়িতে তালা ঝুলনোর ঘটনার রেস কাটতে না কাটতেই অপর এক করোনা যোদ্ধাকে বাড়ি ছাড়ার চাপ দিচ্ছে বাড়ির মালিক।

ওই বাড়ির মালিক রহনপুর পৌর এলাকার কাশিমপুর মহল্লার স্কুল শিক্ষক শরিফুল ইসলাম।

করোনা শনাক্ত না হওয়ার পরও বর্তমানে উপজেলার একমাত্র নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) মুনসুর আলীকে বাড়ির মালিক বাড়ি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করছে।

তার বাসায় ভাড়া থাকা মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) মুনসুর আলী অভিযোগ করেন দেশে করোনা শুরু হওয়ার পর থেকেই বাড়ির মালিক অবিলম্বে বাড়ি ছাড়ার জন্য চাপ দিয়ে আসছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সারওয়ার জাহানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে ওই স্কুল শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাড়ির সংস্কার কাজের জন্য সকল ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বলা হয়েছে। স্বাস্থ্যকর্মী যে অভিযোগ করছে তা সঠিক নয়।

এদিকে করোনার সম্মুখ যোদ্ধাদের সঙ্গে মানুষের এ আচরনে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

স/অ

আরো পড়ুন …

গোমস্তাপুরে হয়রানির শিকার হচ্ছেন করোনা যোদ্ধারা