গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে ৮৮১৫ ভোট পেয়ে নারিকেল গাছ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. মনিরুল ইসলাম বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে মো গোলাম কিবরিয়া রুলু পেয়েছেন ৬৭৯৩ ভোট।

কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচনি এলাকার পরিবেশ সুষ্ঠু ছিল বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (নারিকেল গাছ) প্রতীক নিয়ে বর্তমান মেয়র মো. মনিরুল ইসলাম (বাবু) পেয়েছেন ৮৮১৫ ভোট। তার নিকটতম হয়েছেন ধানের শীষ প্রতিকে বিএনপি দলীয় প্রার্থী মো. গোলাম কিবরিয়া (রুলু) ভোট পেয়েছেন ৬৭৯৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন পেয়েছেন ৪০১৪ ভোট।  আরেক সতন্ত্র প্রার্থী ডক্টর ওবায়দুল্লাহ (জগ) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৭৭৪ ভোট।

এ বছর গোদাগাড়ী পৌরসভায়  মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ৩টি আসনে ১৩ জন এবং সাধারন কাউন্সিলরের ৯টি পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে।