গোদাগাড়ীর মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা

গোদাগাড়ী প্রতিনিধিঃ

শনিবার গোদাগাড়ী উপজেলার সাঁকুড়া রক্ষাগোলা সমাজ গৃহে কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) প্রকল্পের মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

 

এই সভায় অংশগ্রহণ করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের অভিভাবক, স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও আইনী সহায়তা হতে বঞ্চিত নারী-পুরুষসহ মোট ৩৭ জন।

 

সভায় সভাপতিত্ব করেন অত্র রক্ষাগোলা সংগঠনের মোড়ল পিনুস শিরিশ চন্দ্র মিঞ্জ। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী মাহাবুব জামান তপন, ব্লাস্টের প্রতিনিধি আবু তালেব।

 

সভার মূল আলোচক ছিলেন এডভোকেট  সালহউদ্দীন সেলিম। সভার আলোচ্য বিষয় ছিল শিশু অধিকার, মানবাধিকার, পারিবারিক দ্বন্দ, বাল্য বিবাহ, যৌতুক, যৌন হয়রানী, নারী ও শিশু নির্যাতন, পিতা-মাতার ভরণপোষন আইন ও মানব পাচার।

 

উল্লেখিত সভাটি সিসিবিভিও রাজশাহীর আযোজনে, ব্লাষ্ট রাজশাহী ইউনিট বাস্তবায়নে করছে। সভাটি সঞ্চালন করেন সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী মো: নিরাবুল ইসলাম নিরব।

স/অ