গোদাগাড়ীতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

গোদাগাড়ী প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ’তথ্য আপা’ প্রকল্পের আওয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত সকল নারীদের বাল্য বিবাহ এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের আলোচনা করেন বক্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (প্রকল্প-২)’র আওতায় হাতে নেয়া হয়েছে ’তথ্য আপা’ প্রকল্প।

মঙ্গলবার (১৪ জানুয়ারী ) সকাল ১০ টায় উপজেলার চর আষাড়িয়া দহ ইউনিয়নের দিয়াড় মানিকচক বোয়ালমারী সরকারী প্রাথমিক  বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম,উপজেলা মাধ্যমিক একাডেমীক সুপার ভাইজার আব্দুর রহমান, চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সানাউল্লাহ , তথ্য সেবা সহকারী হালিমা খাতুন, অহেদুন জান্নাত প্রমূখ ।

উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রাফিজা তাবাস্সুম । বৈঠকে দিয়াড় মানিকচক,বোয়ালমারী গ্রামের ১০০ জন নারী অংশগ্রহণ করেন।

উঠান বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার চর অঞ্চলের অসহায় দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র এবং খাবার তুলে দেন।

স/অ