গোদাগাড়ীতে টমেটো চাষে উত্তম কৃষি পদ্ধতির মাঠ দিবস অনুষ্ঠিত

গোদাগাড়ী প্রতিনিধি: 
রাজশাহীর গোদাগাড়ীতে টমেটো চাষে উত্তম কৃষি পদ্ধতি (গ্যাপ)- এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার গোপালপুরে ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও এসএনভি নেদারল্যান্ড ডেভেলপম্যান্ট অর্গানাইজেশনের উদ্যোগে মাঠ দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়।

বীরমুক্তিযোদ্ধা আনোয়র হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গোদাগাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষন) শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম, নিরাপদ টমেটো চাষী এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাফিউর রহমান হিমেল।

প্রসঙ্গত, রাজশাহী ও নাটোর জেলার ১৬টি উপজেলায় আম ও টমেটোর উত্তম কৃষি দ্রব্য প্রস্তুতির লক্ষ্যে ইমপ্রুভ কনজুমার এয়ার নেস এন্ড এক্সসেস টু সারটিফাইড সেড টমেটো এন্ড ম্যাংগো প্রডাক্টস ইন বাংলাদেশ প্রজেক্টের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপদ ও বিষমুক্ত  টমেটো চাষ হচ্ছে। এর আগে বিদিরপুর ও বোগদামারীতে টমেটোর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স/শা