গোদাগাড়ীতে আদিবাসী নারীকে পিটিয়ে আহত 

গোদাগাড়ী প্রতিনিধি:
কথা কাটাকাটির জের ধরে শ্রী সাবিতা রানী নামের এক আদিবাসী নারীকে পিটিয়ে জখম করেছে মো. লালচাঁদ নামে এক পুরুষ বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে তিনি এ অভিযোগ করেন।
গত সোমবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের তালাই ছাতনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, তালাই ছাতনীপাড়া গ্রামের মৃত হরিপদের বিধবা মেয়ে সাবিতা রানী মাঠে কাজ করছিলেন। এসময় একই গ্রামের আব্দুল জলিলের জামাই লালচাঁদের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লালচাঁদ সান্ডেল দিয়ে এলোপাথাড়ি মারে ওই নারীকে। এতে বাম চোখে রক্ত জমাট বাধেঁ তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
বুধবার বিকেলে সাবিতা রানী গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ করে বলেন, ‘ স্বামী হারা এক সন্তান নিয়ে সংসার চালাই আমি। ওর সাথে ঝগড়া করতে যাইনি। সে আমাকে খারাপ কথা বলায় কথাকাটাকাটি হয়। এ সময় সে আমাকে পিটিয়ে জখম করে। আমি বর্তমানে কোন কাজ করতে পারছিনা। আমার সংসার কী করে চলবে। আমি এর সুবিচার চাই।
অভিযোগের বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) হাসমত আলী বলেন, আদিবাসী নারীকে পিটিয়ে জখম করার ঘটনা আমি শুনেছি এবং অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। 
স/শা