গুয়াংজু-কুনমিংয়ে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল বিমান

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

চীনের দুই বাণিজ্যিক শহর কুনমিং ও গুয়াংজুতে ফ্লাইট চালু করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ছাড়পত্র দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসি)।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। তবে এখনো চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পায়নি বিমান।

তিনি পোস্টে লিখেন- ‘চীনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশ বিমানকে ঢাকা থেকে কুনমিং ও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দিয়েছে। এতে ভবিষ্যতে দুই দেশের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভ্রমণ আরও সহজ হবে।’

মঙ্গলবার (২৬ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত জুনে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকা-কুনমিং ও ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু করতে চীনকে চিঠি দেয়। সেই চিঠির ভিত্তিতে ওই দুটি রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয় চীনা সিভিল অ্যাভিয়েশন অথরিটি। তবে এখনো চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পায়নি বিমান। শিগগির চিঠি পাবেন বলে আশা করছেন তারা।

 

সুত্রঃ জাগো নিউজ