গুজরাটে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ রোগীর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:


ভারতের গুজরাটের রাজকোটে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই হাসপাতাল থেকে অন্তত ৩০ রোগীকে উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে হাসপাতালের ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

অন্যদিকে, রাজকোটের মাভদি এলাকার উদয় শিভানন্দ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনাটি কী কারণে ঘটেছে, তা এখনো জানা যায়নি।

তবে দেশটির দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি। আইসিইউ এর ভেতরে অগ্নিকাণ্ডে তিন রোগী মারা গেছেন। আর ৩০ রোগেীকে উদ্ধার করে আরেকটি করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।- সূত্র কালের কণ্ঠ