গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামল হেমব্রম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামল হেমব্রম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউমেন রাইটস্ ডিফেন্ডার ফোরাম রাজশাহী শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন- গাইবান্ধা সাহেবগঞ্জ বাগদা ফার্ম আদিবাসী পল্লিতে হামলায় ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। সেখানে গিয়ে পুলিশ জনগণকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে গুলি করে মানুষ হত্যা করেছে।
14955952_1379687172043426_5835513018497613834_n
বক্তারা বলেন- বাগদা ফার্ম এলাকায় সরকারের অধিগ্রহণকৃত জমিতে ইক্ষু চাষ করার কথা থাকলেও দশ বছরের অধিক সময় ধরে ইক্ষু চাষ বন্ধ রয়েছে। চুক্তি অনুসারে ইক্ষু চাষ না হলে অধিগ্রহণকৃত জমির মালিকদের জমি ফেরত দেওয়ার চুক্তি রয়েছে। এখন সেখানে তামাকসহ বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন করা হচ্ছে যা চুক্তি বর্হিভূত। তাই ওই জমি আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে।
14963164_1379687135376763_7842114992310896517_n
এছাড়া কর্মসূচি থেকে সেখানকার আদিবাসীদের নিরাপত্তা, ক্ষতিপুরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়।
মানবন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতোর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বিশিষ্ট কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, ওর্য়াকার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, শিক্ষক সমিতি রাজাশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক রাজকুমার সরকার, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাসসহ আরও অনেকে।
14915606_1379687202043423_7179396296349277918_n
পরিচলনা করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য তরুন মুন্ডা।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে আখ মৌসুমে বীজ আখ কাটতে গিয়ে পুলিশ শ্রমিক ও দখলদারের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্যামল হেমব্রম নিহত হন।
এই ঘটনায় পরদিন রাতে সাড়ে ৩শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এদের মধ্যে ৩৮ জনের নাম উল্লেখ করা হলেও বাকীদের নাম উল্লেখ করা হয়নি।
স/শ