শনিবার , ২৪ ডিসেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গলার ক্যানসারের লক্ষণ কী?

Paris
ডিসেম্বর ২৪, ২০১৬ ১:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গলার টিউমার বা ক্যানসারের কারণ হলো শ্বাসনালী,  অন্ননালী,  স্বরযন্ত্রের টিউমার,  এসব অঞ্চলের অগ্রগামী ক্যানসার বা অন্য কোনো অঞ্চল থেকে এ অঞ্চলে ছড়িয়ে পড়া ক্যানসার। ধীরে ধীরে অনেক সময় নিয়ে রোগটি দেখা দেয়। সাধারণত বয়সকালেই দেখা যায়। তবে কম বয়সে একদম হতেই পারে না, তা বলা ঠিক নয়।

 

উপসর্গ

  • অনেক দিন ধরে গলা ব্যথা হওয়া।
  • শ্বাস নিতে ও খাবার গিলতে অসুবিধা হওয়া।
  • স্বর ভেঙে যায়,  শ্বাস-প্রশ্বাসের সময় গলায় ঘড়ঘড় শব্দ হতে পারে।
  • কাশি বা বমির  সাথে রক্ত উঠতে পারে,  গলায় চাকা দেখা যায়। দ্রুত ওজন কমে যেতে পারে।

 

চিকিৎসা না করালে সম্পূর্ণ শরীরে ক্যানসার ছড়িয়ে যেতে পারে। এতে মৃত্যু ঝুঁকি বাড়ে। গলাব্যথা বা কর্কশ স্বর এক সপ্তাহের বেশি থাকলে, কফের সাথে বা লালার সঙ্গে রক্ত এলে, গলায় চাকা দেখা দিলে বা ওজন কমে গেলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

 

এই সমস্যায় অবশ্যই বায়োপসি করতে হবে। এই রোগ প্রতিরোধে তামাক ও মদ পরিহার করে চলুন। এর চিকিৎসার হলো অপারেশন বা অস্ত্রোপচার, রেডিয়েশন বা কেমোথেরাপি।

সূত্র: এনটিভি

সর্বশেষ - সব খবর