খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইনের নীতিগত অনুমোদন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর খসড়ার চূড়ান্ত নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আইনটির খসড়া প্রস্তুত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজশাহী, কক্সবাজার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইনের আদলে এই আইন প্রণয়ন করা হয়েছে।

আইনটি অনুসারে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পদে থেকে কেউ কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। তা করলে সাজা হিসেবে সর্বনিম্ন দুই বছর কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা হবে।

এছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সীমানাপ্রাচীর বা পিলার কেউ বেআইনিভাবে অপসারণ করলে পাঁচ লাখ টাকা জরিমানা হবে।

সূত্র: রাইজিংবিডি