টি-টোয়েন্টিতে আকমলের লজ্জার রেকর্ড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ক্রিকেটে অনেক ধরনের রেকর্ড হয়। তার মধ্যে কিছু লজ্জার রেকর্ডও হয়। যেমন সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া। যদিও এটা খেলারই অংশ। কিন্তু এমন রেকর্ডের মালিক কেউ হতে চাইবে বলে মনে হয় না।

পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলও এই রেকর্ডের মালিক হতে চাননি। কিন্তু রোববার রাতে পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির বিপক্ষে ৩ বল খেলে শূন্য রানে আউট হন। আর এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন তিনি।

এর আগে তিলকরত্নে দিলশান, ডোয়াইন স্মিথ ও হার্শেল গিবসের সঙ্গে ২৩টি ডাক নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন আকমল। কিন্তু রোববার ডাক মেরে তিনি অন্যদের ছাড়িয়ে যান। বর্তমানে তিনি ২৪টি ডাকের মালিক। যা সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড।

 
উমর আকমল ২০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৪ বার শূন্য রানে আউট হয়েছেন। ১৬৭ ম্যাচে ২৩ বার ডাক মেরেছিলেন হার্শেল গিবস। ২১৭ ম্যাচে ২৩ বার শূন্য রানে আউট হয়েছেন তিলকরত্নে দিলশান। ২৭০ ম্যাচ খেলে ২৩ বার ডাক মেরেছেন ডোয়াইন স্মিথ। ১৭৮ ম্যাচ খেলে ২০ বার শূন্য রানে আউট হয়েছেন লেন্ডল সিমন্স।

সূত্র: রাইজিংবিডি