কড়া নিরাপত্তায় ইবির ভর্তি পরীক্ষা শুরু

ইবি প্রতিনিধি:
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে ‘এফ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। আজ ৩ শিফটে ‘ই’ এবং ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড, শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড.সেলিম তোহা। এবারের ভর্তি পরীক্ষায় ২,২৭৫ আসনের বিপরীতে ৮৭,৩৬৮ টি আবেদন জমা পড়েছে। নতুন ৮টিসহ মোট ৩৩ বিভাগ ও ৫টি অনুষদের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান ফটকে ৪টি সার্চ ডিটেকটর বসানো হয়েছে। ক্যাম্পাসের অভ্যান্তরে শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠনগুলো টোকেনের সাহায্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী জমা রাখছে।
স/শ