ক্যান্টনমেন্ট থেকে কেউ এসে ক্ষমতা দেবে না : আশরাফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে সাঁজোয়া গাড়িতে নিয়ে আপনার হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেবেন। এটা কোনো দিনই হবে না, কোনো দিনই এ পৃথিবীতে হয়নি।’

 

আজ বৃহস্পতিবার রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সৈয়দ আশরাফ এ কথা বলেন। এদিন (৫ জানুয়ারি) গণতন্ত্রের বিজয় দিবস পালন করে দলটি।

 

সমাবেশে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ আরো বলেন, ‘নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র হাতিয়ার। দীর্ঘ সামরিক শাসনের পর বর্তমানে একটি গণতান্ত্রিক ধারা সৃষ্টি হয়েছে এবং সেই গণতান্ত্রিক ধারা আগামী দিনে আরো শক্তিশালী হবে।’

 

এই সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘গণতন্ত্রের মাধ্যমে বাংলার মানুষ শুধু আপনি না, ওই জামায়াত-শিবিরের নাশকতার জবাব অবশ্যই দিচ্ছে এবং দেবে। আপনারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না।’

 

এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘দেশের অগ্রগতি, অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। দুই দুই বার শিক্ষা দেওয়া হয়েছে, তারপরও যদি শিক্ষা না পেয়ে থাকো, তাহলে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে রায় দিয়ে চিরদিনের মতো তোমাদের গণতন্ত্রের শিক্ষা দিয়ে দেবে।’

 

সমাবেশে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আজকে বিএনপি তার ভুল রাজনীতির কারণে, ভুল সিদ্ধান্তের কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই এখন আর তাদের সামনে কোনো রাজনৈতিক ইস্য নেই। তারা এখন ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্রের বিজয় দিবসকে গণতন্ত্র হত্যা হিসেবে আখ্যায়িত করে মাঠে নামতে চায়।’

 

৫ জানুয়ারির নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো বলেও সমাবেশে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন না হলে গণতন্ত্রের অচলায়তন আর সাংবিধানিক সংকট তৈরি হতো দেশে।

 

পরবর্তী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত জানান আওয়ামী লীগ নেতারা। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে ২০১৯ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতারা। আওয়ামী লীগ নেতারা আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নতুন করে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

সূত্র: এনটিভি