শনিবার , ১৪ নভেম্বর ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোহলির সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক নেই; সে আর পাঁচজনের মতোই : পেইন

Paris
নভেম্বর ১৪, ২০২০ ১০:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

বিশ্বের প্রায় সকল ক্রিকেটারই এক কথায় বিরাট কোহলির প্রশংসা করে দেবেন। ভারতীয় মিডিয়াও তাই বিদেশি ক্রিকেটারের কাছে কোহলিকে নিয়ে একটা ‘কমন প্রশ্ন’ করে- কোহলি সম্পর্ক আপনার মত কি? এর জবাবে একদিন আগেই অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, কোহলির মতো ক্রিকেটার তিনি জীবনে দেখেননি। তবে সাদা পোশাকের অজি অধিনায়ক টিম পেইন সম্ভবত তৈল মর্দন করতে পছন্দ করেন না কিংবা এতে তিনি পারদর্শী নন।

টিম পেইনের কাছে কোহলি আর পাঁচজন ক্রিকেটারের মতোই। এর বেশি কিছু নয়। পেইনের ভাষায়, ‘বিরাট কোহলিকে নিয়ে আমাকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার কাছে বিরাট কোহলি আর পাঁচজনের মতোই। তার সঙ্গে আমার সেভাবে যোগাযোগ নেই। শুধুমাত্র টস করতে যাওয়ার সময় সাক্ষাৎ হয়। মাঠে একে অন্যের বিপক্ষে খেলি- এই পর্যন্তই। এর বাইরে কোহলির সঙ্গে আমার বিশেষ কোনো সম্পর্ক নেই। তাকে ব্যাট করতে দেখতে ভালোই লাগে। কিন্তু আমরা চাই না সে বেশি রান করুক।’

ভারত অধিনায়ক বিরাট কোহলি আর অজি ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতার কথা সবারই জানা। সর্বশেষ ভারতের অস্ট্রেলিয়া সফরে পেইন ও কোহলির মধ্যে লড়াই নিয়ে অনেক কালি খরচ হয়েছিল সংবাদমাধ্যমে। সেই প্রসঙ্গে পেইন বলছেন, ‘অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে সবসময়েই প্রতিদ্বন্দ্বিতা হয়। কোহলি নিজেও লড়াকু একজন ক্রিকেটার। প্রতিদ্বন্দ্বী হিসেবে কঠিন। আমিও তাই। সেই কারণে আগে আমাদের দু’জনের মধ্যে কথার লড়াই হয়েছে। তবে এটা যে কারওর সঙ্গেই হতে পারে।’

 

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - খেলা