মঙ্গলবার , ২৪ জুলাই ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোন টলি সুন্দরীদের সাথে মজেছেন শাকিব?

Paris
জুলাই ২৪, ২০১৮ ১:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুক্তি পেল নতুনছবি ‘নাকাব’র ফার্স্ট লুক৷ ওপার বাংলার সুপারস্টার শাকিব খান এ ছবির হিরো৷ অবশ্য ওপার বাংলা বললে ভুল হবে৷ টলিউডেও বেশ নিজের জায়গা করে নিচ্ছেন শাকিব৷ অন্যদিকে নায়িকা একজন নন৷ দু’জন অভিনেত্রীর রয়েছেন তাঁর বিপরীতে৷ একজন নুসরত জাহান, আরেকজন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ ‘নাকাব’র মাধম্যে শাকিব খানের সঙ্গে পর্থমবার কাজ করতে চলেছেন নুসরত এবং সায়ন্তিকা৷ একেবারে ফ্রেশ পেয়ারিং, নতুন স্ক্রিপ্ট নিয়ে হাজির রাজীব কুমার৷

ছবিটি যে অ্যাকশনে ভরপুর হবে। তবে দুই গ্ল্যামার ক্যুইনের মধ্যে কাকে শাকিবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে, সেটা সময়ই বলে দেবে৷ ভক্তদের দাবি, ত্রিকোণ প্রেম গড়ে উঠবে তাঁদের কেন্দ্র করে৷ যদিও ত্রিকোণ প্রেম ছবি মূল বিষয়বস্তু নাও হতে পারে৷ সূত্রের খবর, ছবিতে দুই অভিনেত্রীর সঙ্গেই রোম্যান্স করবেন শাকিব৷ টলিউডে শাকিব একের পর েক হিট ছবি করে চলেছেন৷ এরই মধ্যে একটা ভালই ফ্যানবেস তৈরি হয়েছে শাকিবের৷ এবং বাংলাদেশে তাঁর ভক্তরা অগণিত তা আর বলার অপেক্ষা রাখে না৷

নুসরত এবং সায়ন্তিকা দু’জনেই খুব এক্সাইটেড শাকিবের সঙ্গে কাজ করার জন্য৷ নুসরতের কথায়, “শাকিব খানের অভিনয় আমার দারুণ লাগে৷ ওনার মধ্যে সবথেকে ভালো জিনিসটা হল ওনাকে কিছু বুঝিয়ে দিতে লাগে না৷ এমনকি অন্যকারও ভুল সেটাও ধরিয়ে দেন৷ সব মিলিয়ে উনি একজন ভীষণ ভালো মানুষ৷ তাঁর অভিনয়, লুকস, ব্যবহার, কাজ সবকিছু সুন্দর৷”

অন্যদিকে সায়ন্তিকা জানিয়েছেন, “আমি শাকিবকে দেখে একেবারে মুগ্ধ৷ ওনার অভিনয়ই আমায় মুগ্ধ করেছে৷ আর শাকিবের হাসিটা সেরা৷ বেশ লাজুক লাজুক৷” বোঝাই যাচ্ছে দুই নায়িকাই শাকিবের ভক্ত৷ ছবির গোটা টিম আশা করে আছেন দর্শকদের তাঁদের রসায়ন ভালো লাগবে৷ কারণ এ প্রথম শাকিব এই দুই অভিনেত্রীর সঙ্গে কাজ করছেন৷ স্বাভাবিকভাবেই নার্ভাসনেসটা বেশি৷

সম্প্রতি ‘ক্রিসক্রস’ ছবির প্রমোশনের ব্যস্ত নুসরত জাহান৷ ছবিতে একটি আত্মনির্ভর মেয়ে মেহেরের চরিত্রে অভিনয় করেছেন৷ যার দুই চোখে একটাই স্বপ্ন৷ অভিনেত্রী হওয়ার আকাঙ্খা নিয়ে এগিয়ে চলেছে মেহের৷ কিন্তু সমাজের তুচ্ছ তাচ্ছিল থেকে মেহেরেরও নিস্তার নেই৷ পাঁচটি মেয়ে৷ পাঁচটি জীবন৷ কিন্তু বাঁধা এক সুতোর টানে৷

প্রত্যেকে আটকে একটা জায়গায়৷ লড়াই করে সমাজে নিজের জায়গা অর্জন করে নেওয়ার জেদে আটকে তারা৷ যেখানে অসংখ্য বাঁধা পেরিয়ে পৌঁছতে হবে এক নতুন দেশে৷ স্বাধীনতার দেশে৷ যেখানে গতানুগতিক মহিলার জীবন থেকে মুক্তি পাওয়ার আশা রয়েছে৷ ইরা, সুজি, মিস সেন, রূপা, মেহের৷ পাঁচটি মেয়ের গল্প নিয়েই তৈরি ‘ক্রিসক্রস’৷ ১০ অগাস্ট মুক্তি পাবে ছবিটি৷

সর্বশেষ - বিনোদন