কে কোন মন্ত্রণালয় পেলেন (পুরো তালিকা)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ রোববার বিকাল সাড়ে ৪টায় নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

৪৬ সদস্যের মন্ত্রিসভায় থাকছেন-

পূর্ণমন্ত্রী: ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আ হ ম মোস্তফা কামাল (অর্থ), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), ডা. দীপু মনি (শিক্ষা), আনিসুল হক (আইন ও সংসদ), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযোদ্ধা), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্র), ড. হাছান মাহমুদ (তথ্য), এম এ মান্নান (পরিকল্পনা), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), টিপু মুনশি (বাণিজ্য), বীর বাহাদুর উশৈ সিং (পার্বত্য), ডক্টর আবুল মোমেন (পররাষ্ট্র), সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (ভূমি), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), সাহাবউদ্দিন (পরিবেশ ও বন), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত), নুরুল ইসলাম সুজন (রেল), ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি)

প্রতিমন্ত্রী: শাহরিয়ার আলম (পররাষ্ট্র), ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানী), জুনাইদ আহমেদ পলক (আইসিটি), কামাল আহমেদ মজুমদার (শিল্প), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), ডা. এনামুর রহমান (দুর্যোগ ও ত্রাণ), শ ম রেজাউল করিম, আশরাফ আলী খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম ও কর্মসংস্থান), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), স্বপন ভট্টাচার্য (এলজিআরডি), মাহবুব আলী (বিমান), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), মুরাদ হাসান (স্বাস্থ্য ও পরিবার), জাহিদ ফারুক (পানিসম্পদ), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম)।

উপমন্ত্রী: বেগম হাবিবুন নাহার (পরিবেশ ও বন), এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা)।

প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ। আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।

মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা।

একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২টি আসনে জয়ী হয়েছে।

দশম জাতীয় সংসদে মন্ত্রীদের তালিকায় যারা ছিলেন-

ক্রমিকমন্ত্রীমন্ত্রণালয়প্রতিমন্ত্রীউপমন্ত্রী
০১শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর কার্যালয় * প্রতিরক্ষা মন্ত্রণালয় * বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় * মন্ত্রীপরিষদ বিভাগ * সশস্ত্র বাহিনী বিভাগনসরুল হামিদ – (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)
০২আবুল মাল আব্দুল মুহিতঅর্থ মন্ত্রণালয়এম. এ. মান্নান
০৩আমির হোসেন আমুশিল্প মন্ত্রণালয়
০৪তোফায়েল আহমেদবাণিজ্য মন্ত্রণালয়
০৫মতিয়া চৌধুরীকৃষি মন্ত্রণালয়
০৬মোহাম্মদ নাসিমস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়জাহিদ মালেক
০৮সৈয়দ আশরাফুল ইসলামজনপ্রশাসন মন্ত্রণালয়ইসমত আরা সাদেক
০৯খন্দকার মোশাররফ হোসেনস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়মসিউর রহমান রাঙা (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ)
১০এ. কে. এম শাহজাহান কামালবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১১মতিউর রহমানধর্ম মন্ত্রণালয়
১২মোশাররফ হোসেনগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
১৩আ. ক. ম. মোজাম্মেল হকমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
১৪মোহাম্মদ ছায়েদুল হকমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়নারায়ন চন্দ্র
১৫মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকবস্ত্র ও পাট মন্ত্রণালয়মির্জা আজম
১৬ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
১৮হাসানুল হক ইনুতথ্য মন্ত্রণালয়
১৯আনিসুল ইসলাম মাহমুদপানি সম্পদ মন্ত্রণালয়মোঃ নজরুল ইসলাম
২০আনোয়ার হোসেন মঞ্জুপরিবেশ ও বন মন্ত্রণালয়আব্দুল্লাহ আল ইসলাম জেকব
২১নুরুল ইসলাম নাহিদশিক্ষা মন্ত্রণালয়
শাহজাহান খাননৌপরিবহন মন্ত্রণালয়
২৩আনিসুল হকআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২৪মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
২৫আবুল হাসান মাহমুদ আলীপররাষ্ট্র মন্ত্রণালয়মোঃ শাহ্‌রিয়ার আলম
২৬মুজিবুল হকরেলপথ মন্ত্রণালয়
২৭আ হ ম মোস্তফা কামালপরিকল্পনা মন্ত্রণালয়এম. এ. মান্নান
২৮মোস্তাফিজুর রহমানপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৯আসাদুজ্জামান নূরসংস্কৃতি মন্ত্রণালয়
৩০শামসুর রহমান শরীফভূমি মন্ত্রণালয়সাইফুজ্জামান চৌধুরী
৩১নুরুল ইসলামপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
৩২মোঃ কামরুল ইসলামখাদ্য মন্ত্রণালয়
৩৩ইয়াফেস ওসমানবিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
৩৪আসাদুজ্জামান খানস্বরাষ্ট্র মন্ত্রণালয়
৩৫(প্রতিমন্ত্রীর দায়িত্বে)সমাজকল্যাণ মন্ত্রণালয়নুরুজ্জামান আহমেদ
৩৬(প্রতিমন্ত্রীর দায়িত্বে)শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়মো: মুজিবুল হক চুন্নু
৩৭(প্রতিমন্ত্রীর দায়িত্বে)পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়বীর বাহাদুর উ শৈ সিং
৩৮(প্রতিমন্ত্রীর দায়িত্বে)যুব ও ক্রীড়া মন্ত্রণালয়শ্রী বীরেন শিকদারআরিফ খান জয়
৩৯(প্রতিমন্ত্রীর দায়িত্বে)মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়বেগম মেহের আফরোজ
৪০মোস্তফা জব্বারডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়*বেগম তারানা হালিম (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) * জুনাইদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ)

[দশম জাতীয় সংসদে মন্ত্রীদের তালিকায় যারা ছিলেন- উইকিপিডিয়ার সৌজন্যে]