আবারো আইসিটি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন পলক

সিংড়া প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন জুনাইদ আহমেদ পলক। নির্বাচিত হওয়ার পরই প্রতিমন্ত্রী হওয়ার জন্য শপথের আমন্ত্রণ পেয়েছেন তিনি। আজ রোববার বিকাল সাড়ে চারটার দিকে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম ৪৬ সদস্য বিশিষ্ঠ মন্ত্রী পরিষদ ঘোষণা করেন। আগামীকাল সোমবার শপথ নিবেন পলক।

এছাড়া পলককে শপথের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাওলানা রুহুল আমিন।

এদিকে প্রতিমন্ত্রী হিসেবে পলক ডাক পাওয়ায় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। অপরদিকে ফেইসবুক জুড়ে অভিনন্দনের ঝড় উঠে।

তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপিকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় সিংড়া তথা চলনবিলবাসী। সিংড়াবাসীর প্রত্যাশা সৎ, যোগ্য, বিনয়ী ও তথ্য-প্রযুক্তির ফেরিওয়ালা পলক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে রাখবেন।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদেও তিনি এ মন্ত্রণালয়ের একই পদে ছিলেন।

স/শা