কেউ পক্ষে, কেউ বিপক্ষে। বিক্রমের গ্রেফতারি নিয়ে কী বলছে টলিউড

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

‘সনিকা খুব কাছের বন্ধু ছিল। বিক্রম এরকম দায়িত্বজ্ঞাণহীন আচরণ না করলে আমরা সনিকাকে হারাতাম না। এটা সবার কাছেই একটা শিক্ষার যে, মদ্যপ অবস্থায় কাউকে গাড়ি চালাতে দেওয়া উচিত নয়। হয়তো এটা ঠিক যে, ওটা দুর্ঘটনাই ছিল। বিক্রম কাউকে খুন করতে চায়নি। কিন্তু বিক্রম যে দায়িত্বজ্ঞাণহীন আচরণ করেছে, সেটার জন্য ওঁর শাস্তি প্রাপ্য। বিক্রমের কী শাস্তি হবে, সেটা বিচার করার আমি কেউ নই।’’

কী বললেন গৌরব, শুনুন তাঁর সাক্ষাৎকার

গার্গী রায় চৌধুরী (মুক্তির অপেক্ষায় থাকা ‘মেঘনাদবধ রহস্য’ ছবিতে বিক্রমের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন) 

‘‘বিক্রম এই ঘটনার জেরে ছবির প্রমোশনেও সামনে আসতে পারেননি। বিক্রমকে যতদূর চিনি, খুব ভাল এবং পরশ্রমী ছেলে। অত্যন্ত সম্ভাবনাময় এক অভিনেতা। দুর্ঘটনা যদি ভুলবশত হয়ে থাকে, তাহলে বিক্রম জীবনের অত্যন্ত দুঃসময়ের মধ্যে দিয়েই যাচ্ছে। তাঁর প্রতি আমার শুভকামনা রইল। দোষ করলে দোষী শাস্তি পায়, একথা আমরা সবাই জানি। বিক্রম আদৌ কতটা দোষী, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’’

অর্ক গঙ্গোপাধ্যায় (বিক্রম অভিনীত ‘খোঁজ’ ছবির পরিচালক)

যেদিন দুর্ঘটনা ঘটেছিল, তার পর থেকে বিক্রমের পাশে ছিলাম। কিন্তু আইনি মারপ্যাঁচ নিয়ে বিশেষ কোনও ধারণা নেই। তদন্ত কোন পথে এগোয়, আপাতত সেদিকেই তাকিয়ে থাকতে হবে।’’