কৃষকদের প্রণোদনা দেওয়ার ঘোষণা এমপি মোছলেমের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

নিজের সংসদীয় এলাকার কৃষকদের জন্য প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। বিদ্যুতের ট্রান্সফরমার সমস্যা, সেচের অতিরিক্ত ব্যয়সহ বিভিন্ন সমস্যার কথা শুনে তিনি বিদ্যুতের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ৪০ শতক (চট্টগ্রামে ভাষায় এক কানি) জমি চাষের সেচ বাবদ পাঁচশত টাকা করে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন।

উপজেলার বিআরডিবি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোয়ালখালী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এই ঘোষণা দেন। তিনি বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষি নির্ভর বাংলাদেশে কৃষির উন্নয়নের বিকল্প নেই। করোনা যেখানে সারা বিশ্বকে গ্রাস করেছে, কৃষি নির্ভর বাংলাদেশ সেখানে মজবুত অর্থনীতি নিয়ে দাঁড়িয়ে আছে। এ সফলতার পেছনে এদেশের কৃষকই হচ্ছে নায়ক। কৃষকরা অর্থনীতির প্রাণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক উল্লাহর সঞ্চালনায় রবিবারের এই সভায় উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, এসি ল্যান্ড মো. মোজাম্মেল হক চৌধুরী, অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

সূত্র: কালেরকন্ঠ