কুমারী জয়ললিতা গর্ভবতী! অভিযোগের জবাবে অদ্ভুত তথ্যপ্রমাণ সরকারের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিনি জয়ললিতার মেয়ে। এমনই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা ৩৮ বছরের অমৃতা। তাঁর দাবি ছিল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যাওয়ার পরে তিনি জানতে পারেন যে, জয়ললিতাই তাঁর মা। অমৃতাকে বড় করেছেন জয়ললিতার বোনঝি শৈলজা।

অমৃতার এই দাবি মানতে চায়নি জয়ললিতার ছায়সঙ্গী শশিকলা ও তাঁর পরিবার। মানতে চায়নি তামিলনাড়ু সরকারও।

মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টে এই মামলার শুনানির সময়ে তামিলনাড়ু সরকার একটি অদ্ভুত তথ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করল এআইডিএমকে নেত্রী কখনও গর্ভবতীই ছিলেন না।

একটি ভিডিও ক্লিপ আদালতে দেন অ্যাডভোকেট জেনারেল বিজয় নারায়ণ। সেই ভিডিও ক্লিপটি ১৯৮০ সালের একটি সিনেমার পুরস্কার প্রদান অনুষ্ঠানের। সেখানে দেখা যাচ্ছে জয়ললিতাকে। অমৃতার জন্ম শংসাপত্র অনুযায়ী দেখা যাচ্ছে তাঁর জন্মও ১৯৮০ সালে।

বিজয় আদালতে বলেন, এই ভিডিও ক্লিপটি অমৃতার জন্মতারিখের মাত্র এক মাস আগের। আদালতে তিনি দেখান যে, এই ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে জয়ললিতা গর্ভবতী ছিলেন না।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পত্তি হাতানোর উদ্দেশ্যেই অমৃতা এখন ভুয়ো দাবি করছেন বলে অভিযোগ করেন অ্যাডভোকেট জেনারেল।

অমৃতা আদলতে আবেদন করেছিলেন সমাধি থেকে জয়ললিতার দেহ তুলে তাঁর ডিএনএ মিলিয়ে দেখা হোক। তারই শুনানি চলছে মাদ্রাজ হাইকোর্টে।

২০১৬ সালের ৫ ডিসেম্বর দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা।