কাল নির্বাচন কমিশনে যাচ্ছে আওয়ামী লীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দল আগামীকাল নির্বাচন কমিশনে যাচ্ছে। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন এ প্রতিনিধি দল।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ নামে নতুন একটি আইন প্রণয়নে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এছাড়াও নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে গত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন।

আসাদুজ্জামান জানান, এ বিষয়গুলো নিয়ে ইসির সঙ্গে প্রতিনিধি দলের আলোচনা হতে পারে।

নতুন দল নিবন্ধন আইনের খসড়ায় বেশকিছু শর্ত কঠোর এবং কোনোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়েই মতামত চেয়েছে ইসি। আর আইন অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বিগত পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব দিতে হয়।