কালো মেঘে ঢাকা পড়েছে শহর

নিজস্ব প্রতিবেদক:
চলছে বৈশাখ মাস। কখনও প্রখর তাপ, কখনও বেজাই ঝড়। প্রকৃতি হঠাৎ করেই রং বদলায় এই মাসে। তারই প্রতিচ্ছবি গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সারা দেশে। গড় গড় শব্দ আর বিদ্যূতের ঝলকানি উঠে ক্ষনে ক্ষণে। আবার কখনও তেজী বাতাস এসে লণ্ডভণ্ড করে দেয় সবকিছু।

বুধবার সকাল থেকে রাজশাহীর পরিবেশটা ছিল রৌদ্রজ্জ্বল। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাত করেই ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ। ঝড়ের মাত্রা কখনও স্বাভাবিক কখনও অতি। আর তাতে স্তব্ধ হয়ে যায় যানবাহনের গতি। শুরু হয় মুষলধারে বৃষ্টি।

সরকারী ছুটির দিন হওয়ায় সকালের আবহাওয়া হঠাৎ করে পরিবর্তন হওয়াতে কর্মমূখী মানুষের তেমন কোন প্রভাব পড়েনি। তবে খেটে খাওয়া মানুষদের পোহাতে হয় দূর্ভোগ। রাজশাহী এবং এর পার্শ্ববর্তী এলাকায় এখনও কোন বজ্রপাতের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী এ সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
স/শ