খেলা দেখতে ‘পুরুষ’ সাজতে হলো

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মাঠে গিয়ে পুরুষদের খেলা ইরানের নারীদের দেখা নিষেধ। ১৯৭৯ সালে পাশ হওয়া এই বিধান এখনও বলবত আছে। এই নিষেধাজ্ঞার কারণে মাঠে গিয়ে খেলা দেখতে পারছেন না ইরানের নারীরা। কিন্তু প্রিয় তারকাদের খেলা দেখতে ‘নকল পুরুষ’ সেজে স্টেডিয়ামে হাজির হন কয়েকজন নারী।

শুক্রবার পার্সিয়ান গালফ প্রো-লিগের ফাইনালে পার্সেপোলিস ক্লাবের খেলা দেখার জন্য মাঠে হাজির হন চার-পাঁচজন নারী। শুধু খেলা দেখাই নয়, ছেলেদের পাশে বসে ভুভুজেলায় সুর তুলে প্রিয় তারকাদের মাঠের খেলায় উৎসাহ যোগান তারা।

মেলোডি সাফাভি নামে ইরানের এক মহিলা মানবাধিকার কর্মী মাঠে বসে মেয়েদের খেলা দেখার এই ঘটনার প্রশংসা করেন বলেন, ওদের জন্য আমি গর্বিত। ওদের নির্ভীক মানসিকতাকে সালাম জানাই।

এই ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই নারীদের মাঠে বসে ছেলেদের খেলা দেখার বিষয়টি সমর্থন করছেন। আবার অনেকে এনিয়ে দ্বিমতও পোষণ করেছেন।

শাদি আমিন নামে এক ইরানি মহিলা এই দুঃসাহসী মহিলাদের প্রসঙ্গে বলেন, এরা বেড়াটা ভাঙার চেষ্টা করেছে। অনেকের কাছে এটা ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা অনেক ঝুঁকিপূর্ণ। কারণ এর জন্য ওরা গ্রেফতারও হতে পারত।

গত বছর সৌদি আরব নীয়ম ভেঙে মেয়েদের মাঠে বসে খেলার দেখার অনুমতি দিলেও ইরানে এখনও তা নিষিদ্ধ রয়েছে।