কার রেসিংয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের ইশায়াত

কার রেসিং বাংলাদেশে খুবই অপ্রচলিত। তবে ইদানীং কিছু রেসার নিজ আগ্রহ থেকে উঠে আসছে। তাদের অন্যতম ইশায়াত হোসেন। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত পোলো কাপ কার রেসিংয়ের জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে এই বাংলাদেশি রেসার।

এবারই প্রথম পোলো কাপ কার রেসিংয়ে অংশ নিয়েছে ইশায়াত। প্রথম সুযোগেই বাজিমাত। এই প্রথম বাংলাদেশ থেকে জুনিয়র বিভাগে কেউ অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।

কয়েক দিন আগে সিনিয়র গ্রুপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের অভিক আনোয়ার। সেবার তিনিও চ্যাম্পিয়নের মুকুট জয় করেছিলেন। ১৭ বছর বয়সী কার রেসার ইশায়াত কিছুদিন আগে ‘এ’ লেভেল শেষ করেছে।

ছোটবেলা থেকেই রেসিংয়ের প্রতি আগ্রহ ছিল ইশায়াতের।  গাড়ি চালানো শেখার পর সিদ্ধান্ত নেয় কার রেসিংয়ে আসার। ভারতের পোলো কাপের সাফল্য ধরে রেখে নিজেকে এগিয়ে নেওয়াই এখন ইশায়াতের লক্ষ্য।

 

সূত্রঃ কালের কণ্ঠ