কারিগরি মুক্ত নার্সিংয়ের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রামেক প্রতিনিধি, নূপুর মাহমুদ:


কারিগরি মুক্ত নার্সিং এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ইন্টার্ন সার্সেস এসোসিয়েশন রাজশাহী শাখা।



ঘন্টা ব্যাপি মানববন্ধনে দুর্ভোগে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। ফলে অনেকেই বহি বিভাগের রাস্তা ব্যবহার করে হাসপাতালে ঢুকতে দেখা গেছে।

মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়- কারিগরী শিক্ষাবোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলিজি কোর্সের স্টেুডেন্টদের বাংলাদেশ নাসিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিন্ধন্ত বাতিলের দাবি, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিউওয়েইফ সম্মান দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ ও ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিউওয়াইফারির কাউন্সিলর অধীনন্ত নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনবিবিলম্বে নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

স/আ