কারাবাখ নিয়ে ফের আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে রাশিয়ার বৈঠক

নাগোরনো-কারাবাখ সংকট নিয়ে রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক মস্কোতে শুরু হয়েছে।

সোমবার শুরু হওয়া বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে মস্কোতে আসায় ধন্যবাদ জানান।

বৈঠকে পুতিন বলেন, নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি স্থিতিশীল করতে রাশিয়া মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।  রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ত্রিপক্ষীয় যুদ্ধবিরতি ধারাবাহিকভাবে পালিত হবে। নাগোরনো-কারাবাখ পরিস্থিতি স্থিতিশীল।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতির চুক্তির পর ইতিমধ্যে ৪৮ হাজার মানুষ ওই অঞ্চল থেকে নিজ দেশে ফেরত গেছে।

নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত। কয়েক দশক ধরে বিরোধপূর্ণ অঞ্চলটি আর্মেনিয়ার দখলে ছিল।

 

সুত্রঃ যুগান্তর