ইন্দোনেশীয় বিমানের ধার্মিক সেই পাইলট খুবই জনপ্রিয় ছিলেন

৬২ আরোহী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশীয় বিমানের পাইলট ক্যাপ্টেন আফওয়ান সেদিন হন্তদন্ত হয়ে এসেছিলেন।

এসজে১৮২ ফ্লাইটের পাইলট ফার্জা মাহারধিকার চাচা শ্রীবিজয়া। ফার্জা জানেন না তার পাইলট চাচার ভাগ্যে কী ঘটেছে। তিনি বলেন, আমরা প্রচণ্ড শোকের মধ্যে রয়েছি। ভালো কিছুর জন্য প্রার্থনা করছি।

ফার্জা জানান, দুর্ঘটনার দিন ক্যাপ্টেন আফওয়ান (৫৪) হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছিলেন। তিনি খুব পরিপাটি থাকতেন। কিন্তু সেদিন তার পোশাক আয়রন করা ছিল না। আবার ছেড়ে যেতে হচ্ছে বলে তিন সন্তানের কাছে তিনি দুঃখ প্রকাশ করে যান।

১৯৮৭ সালে পেশাগতভাবে পাইলটের দায়িত্ব পালনের আগে থেকেই বিমানবাহিনীতে কাজ শুরু করেন ক্যাপ্টেন আফওয়ান। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। পরিবার ও সহকর্মীরা বলছেন, তিনি বেশ ধার্মিক ছিলেন।

পশ্চিম জাভার বোগোর শহরের বাসিন্দা আফওয়ান প্রতিবেশী ও সহকর্মীদের কাজে সহযোগিতা করতেন। ফার্জা বলেন, চাচা খুব ভালো মানুষ ছিলেন। তিনি মানুষকে সুপরামর্শ দিতেন। দানশীলতার জন্য তিনি প্রতিবেশীদের কাছে জনপ্রিয় ছিলেন।

ফার্জা আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এমন ভয়াবহ ঘটনা ঘটেছে।’ তিনি চাচা ও তার পরিবারের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানান।

বিধ্বস্ত বিমানটির আরোহীদের সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

 

সুত্রঃ যুগান্তর