কারখানা থাকলেও কাজ নেই ট্যানারি শ্রমিকদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:আদালতের নির্দেশে শনিবার পরিবেশ অধিদফতর হাজারীবাগের ট্যানারি কারখানার পানি, বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে যথা নিয়মে রবিবার কাজে এসেছেন শ্রমিকদের। কিন্তু গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় তাদের কাজও নেই। রবিবার সকাল থেকেই শ্রমিকরা কারখানার ভেতরে জটলা পাকিয়ে বসে আছেন। কয়েকজন শ্রমিক জানালেন, অন্যদিনের মতো আজও কাজে এসেছেন। তবে কাজ নেই, তাই হাজিরা দিয়ে চলে যাবেন।

শ্রমিকরা বলেন, ‘যেহেতু সরকার কারখানার কাজ বন্ধ করে দিয়েছে সে কারণে আমাদের কাজ নেই। তবে চাকরি আছে নাকি গেছে তা এখনও জানি না। মালিকরা আমাদের বসিয়ে বসিয়ে বেতন দেবেন নাকি দেবেন না তা এখনও জানি না। তাই হাজিরা দিতে এসেছি। আগে কাজের সময় ছিল সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত। এরপর আমরা চলে যাবো।’

শ্রমিকদের কাজ বন্ধ হওযার পেছনে কার দায় রয়েছে বেশি জানতে চাইলে তারা বলেন, ‘মালিক ও বিসিক দু’পক্ষেরই দোষ রয়েছে। এত সময় পাওয়ার পরও কেন মালিকরা সময় থাকতেই সচেতন হয়নি? তাদের গাফিলতির কারণে আজ হাজার হাজার শ্রমিকরা কর্মহীন। আবার বিসিক যদি সাভাবের কারখানাগুলো সময়মত প্রস্তুত করতো তাহলেও আমরা এই সমস্যায় পড়তাম না।’

ফরহাদ নামে এক শ্রমিক বলেন, ‘আগামীকাল (সোমবার) মালিক শ্রমিক সমাবেশ রয়েছে। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করবো। মালিকরা যে কর্মসূচি দেবে সেই কমসূচি অনুযায়ী আমরা আন্দোলনে যাবো। আমারা খেটে খাওয়া মানুষ, আমাদেরকে কাজের সুযোগ করে দেওয়া হোক।’

সূত্র:বাংলা ট্রিবিউন