কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাশিয়ার দূতাবাস কর্মীসহ নিহত ৮

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাশিয়ার দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তাবাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দূতাবাসের দুই কর্মী রয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামলায় নিহত হয়েছেন কূটনৈতিক মিশনের দুই কর্মী এবং অন্যরা আফগান নাগরিক। তবে কিভাবে এ ঘটনা ঘটলো তার বিস্তারিত কিছু জানায়নি তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এর আগে ওই সংবাদ মাধ্যমটি জানায়, হামলায় অন্তত ১৫ থেকে ২০ জন হতাহতের খবর পাওয়া গেছে।

ঘটনাটি মূলত ঘটেছে দূতাবাসের কাছে যেখানে রাশিয়ান ভিসার জন্য অনেক মানুষের সমাগম ঘটেছিল। কাবুলের এক সাংবাদিক আল-জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০ টা ৫০ মিনিটে সমাগমস্থলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারে।

আফগান পুলিশ জানিয়েছে, রাজধানীর দক্ষিণ-পশ্চিমে দারুল আমান এলাকায় দূতাবাসের গেটের কাছে যাওয়ার সময় সশস্ত্র রক্ষীদের গুলিতে হামলাকারীও নিহত হয়।

পুলিশের জেলাপ্রধান জানান, ‘আত্মঘাতী হামলাকারী, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই, রাশিয়ান দূতাবাসের (তালেবান) রক্ষীরা তাকে চিনতে পারে এবং গুলি করেন।

এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তালেবানের ক্ষমতা দখলের এক বছর পূর্ণ হওয়ার কয়েকদিন পর দেশটিতে হামলার সর্বশেষ ঘটনা এটি।

 

সূত্রঃ জাগো নিউজ