কষ্ট-কথন।।এ কে সরকার শাওন

কষ্টে সৃষ্ট কষ্টে পুষ্ট,
কষ্ট পায়ে পায়।
কষ্টের ব্যাথা বুকে নিয়ে
জীবন বয়ে যায়!
ভর্তি দিয়ে কষ্ট শুরু
কষ্ট পাশের পরীক্ষায়!
তার চেয়ে বেশী কষ্ট,
উচ্চ ভর্তি পরীক্ষায়!
পাশ দেয়া মেলা কষ্ট,
জিপিএ উঠানো দায়!
চাকরীর জন্য ইন্টরভিউ
মহাকষ্ট এই দুনিয়ায়!
চাকরগিরি তীব্র কষ্ট,
চাকরীই চলে যায় বাহে!
চাকরী টেকানোর কম কষ্টে
যাওয়া যায় মঙ্গল গ্রহে!
আজন্ম কষ্ট প্রেমের কষ্ট,
অজান্তে মন দেয়া-নেয়ায়!
মধুর বাক্যে মন ভোলে,
কষ্ট ঘোচাবে প্রিয়ায়!
শরীরের কষ্ট দাওয়ই দিয়ে
না হয় ঘোচানো যায়!
মনের কষ্ট ঘোচাতে পারে,
সেই কবিরাজ কোথায় হায়!
বিয়ের পরে পরম কষ্ট
চোখ উল্টায় প্রিয়ায়!
মিসম্যাচ হয়ে গেলেও
ফেরার নাই উপায়!
সংসার রণাঙ্গনে অসীম কষ্ট
প্রজন্মের জন্ম দিয়ে শুরু!
খাটা কাটুনি দ্বিগুণ হয়
মানুষ হয়ে যায় গরু!
বয়স হলে বাতের কষ্ট
কষ্ট মেরুদণ্ডে-দাতে-গিরায় !
অমানুষ সন্তানের কষ্ট
অষ্ট প্রহর কাঁদায়!
টাকার কষ্ট প্রায় সবার
ধনীর কষ্ট মুনফার!
সৎ লোকের কষ্ট বেশী
শূণ্য তার চারিধার!
জন্মে কষ্ট মরণেও কষ্ট
কষ্ট জীবনের বাঁকে বাঁকে!
কোটি কষ্টেও মন ভরে যায়,
সুসন্তানের হাসিমাখা ডাকে!

কবিতাঃ কষ্ট-কথন
কাব্যগন্থঃ বাশীঁওয়ালা
এ কে সরকার শাওন
শাওনাজ, ঢাকা।
২২ ডিসেম্বর ২০১৯