কর কমিশনার কার্যালয় সংলগ্ন সেকেন্ডারি ড্রেন নির্মাণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫,৬,৭ নং ওয়ার্ডের সেকেন্ডারি ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে কর কমিশনার কার্যালয় সংলগ্ন সেকেন্ডারি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনকালে বিদায়ী কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ ও সদ্য যোগদানকৃত কর কমিশনার মো. নুরুজ্জামান খান ও রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপসহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির, নির্মাতা প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের ম্যানেজার আমিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ফররুখ আহমদ জানান, এ প্রকল্পের আওতায় ৯ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার সেকেন্ডারী ড্রেন নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় জলাবদ্ধতা দুরীকরণার্থে চলমান কাজের সাথে কর কমিশনার কার্যালয়ের অভ্যন্তরীন জলাবদ্ধতা দুর করতে ড্রেন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় বলে জানানো হয়।

জি/আর