কর্ণফুলীর উজানে নোঙর করা ট্রলারডুবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কর্ণফুলী নদীর উজানে নোঙর করে রাখা একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে শিকলবাহা খালের অদূরে এফভি ক্রিস্টাল-৮ নামের ট্রলারটি ডুবে যায়।

চট্টগ্রাম নৌপুলিশের ওসি মিজানুর রহমান জানান, কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে শিকলবাহা খালের অদূরে এফভি ক্রিস্টাল-৮ নামের ট্রলারটি হঠাৎ ডুবে যায়।

কর্ণফুলীর উজানে জাহাজটি নোঙর করা ছিল। তিন-চার দিন আগে ট্রলারটি নোঙর করা হয়।

ট্রলারটির মালিক প্রতিষ্ঠান হামিদা দোজা লিমিটেড। এটি ক্রিস্টাল গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির নেতা মোরশেদ মুরাদ ইব্রাহীমের পারিবারিক প্রতিষ্ঠান ক্রিস্টাল গ্রুপ।
তবে কী কারণে ডুবে গেছে তা এখনও জানতে পারিনি।

ট্রলারটি ক্রিস্টাল গ্রুপ থেকে মোহাম্মদ আলী নামের একজনকে লিজে পরিচালনার জন্য দেওয়া হয়েছিল বলে জানান ওসি।

কর্ণফুলী নদী চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেল হলেও শাহ আমানত সেতুর উজানে সাধারণত বন্দরমুখী জাহাজ চলাচল করে না। তবে বিভিন্ন লাইটারেজ জাহাজ ও ট্রলার উজানে নোঙর করে থাকে।

সূত্র: যুগান্তর