মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা হোক না হোক সব ‘অ্যাজমা’ রোগীকে কোয়ারেন্টাইনের পরামর্শ

Paris
মার্চ ১৭, ২০২০ ৭:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

করোনা আতঙ্কে কাঁপছে সারা বিশ্ব। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছে করোনা রোগী। করোনার করাল গ্রাসে বিধ্বস্ত চীনের পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে হলেও ভয়ংকর থেকে ভংয়করতম হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরিস্থিতি। লন্ডনে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের।

এমন ভয়াল পরিস্থিতিতে যাদের অ্যাজমা আছে কিংবা জ্বরে আক্রান্ত তাদের করোনা হোক না হোক সেলফ কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) একজন শীর্ষস্থানীয় ডাক্তার। ব্রিটেনে প্রায় ১০ লাখেরও বেশি অ্যাজমা রোগী আছেন।

এনএইচএস বলছে, প্রতি শীতকালে কিছু বয়স্ক মানুষ ফ্লুতে আক্রান্ত হয়। এটা ব্যতিত যাদের দীর্ঘ সময় শ্বাসকষ্টজনিত রোগ অথবা আ্যাজমা রয়েছে তাদের কোয়ারেন্টাইনে যাওয়া উচিত।

ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম বলেছেন, করোনায় উচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলির থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শটি বেশ কার্যকরি। করোনার সংক্রমণ রুখতে এটা বেশ শক্তিশালী একটা পদক্ষেপ।

যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন তারা সরকারের পরামর্শ অনুসরণ অন্যদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন। এটা যাতে সবাই পালন করে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।

ব্রিটেনে করোনা পরিস্থিতি সময়ের সাথে সাথে মারাত্মক খারাপের দিকে যাচ্ছে। হাঁপানিতে আক্রান্ত রোগীরা কোভিড -১৯ ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের চেয়ে বেশি।

করোনার মহামারি ঠেকাতে পুরো দেশে অচলাবস্থা জারি করেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রয়োজন ছাড়া কারো সাথে দেখা করতেও নিষেধ করেছেন তিনি। যাদের মধ্যে করোনার সামান্যতম লক্ষণ দেখা দেবে তাদেরকে আইসোলোশনে রাখার পরামর্শ দিয়েছেন জনসন। সেই সাথে রেঁস্তোরা, ক্যাফে, সিনেমা হল ও বারে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে।

গোটা ইংল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৪৩ জন। এর মধ্যে লন্ডনের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তবে এ সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার বলছেন যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানীক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালেন্স। এ পর্যন্ত করোনায় ইংল্যান্ডে ৫৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ব্রিটেনের শীর্ষ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, আগামী এক বছরের মধ্যে ব্রিটেনে প্রায় শতকরা ৮০ ভাগ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে।

সর্বশেষ - জাতীয়