করোনা : রাজশাহী বিভাগে শনাক্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৩জন রোগী মারা গেছেন । এই সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছে আরো ১৯১ জন। এনিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন ১৩ হাজার ১৩৭ জন।

আজ রবিবার (২ আগস্ট) রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘন্টায় আরো ৬১ জনসহ মোট সুস্থদের সংখ্যা এখন ৭ হাজার ১৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন মোট ১৭৬ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ২৩০ জন।

এদিকে বিভাগে এপর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৭৬ জন মারা গেছেন। মৃতদের মধ্যে, রাজশাহী জেলায় ২৫জন, বগুড়ায় ১০৬ পাননায় ৯, নওগাঁয় ১৪, সিরাজগঞ্জে ১১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬ জন, জয়পুরহাটে ৪ জন এবং নাটোরে মোট ১জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে রাজশাহীতে ৪৪জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৬, নওগাঁয় ২১, জয়পুরহাটে ৪৬, বগুড়ায় ১৯ জন, সিরাজগঞ্জে ১৬ ও পাবনায় ৯জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৯৪ জন। পরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ৩ হাজার ২৪১ জন। তৃতীয় অবস্থানে সিরাজগঞ্জে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫৬ জন।

এছাড়া নওগাঁ জেলায় ৯৫৮, চাঁপাইনবাবগঞ্জে ৪৮৪ জন, নাটোরে ৪৯২ জন, পাবনা ৮৫২ জন এবং জয়পুরহাটে ৭৬০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

স/রা