মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা টিকা নিতে বাধ্য করা যাবে না, টেক্সাস গভর্নরের নির্বাহী আদেশ

নিউজ ডেস্ক
অক্টোবর ১২, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দুই গভর্নরের কারণে ভালোই বিপাকে আছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্লোরিডা ও টেক্সাসের দুই গভর্নর মানুষকে টিকা নিতে বাধ্য করতে চান না। দুই গভর্নরের এমন অবস্থান নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন বাইডেন।

এবার টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট যা করেছেন তা নিশ্চিতভাবে বাইডেনের কপালে চিন্তার ভাঁজকে আরও গভীর করবে। রিপাবলিকার রাজনীতিবিদ গ্রেগ সোমবার এক নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, বেসরকারি নিয়োগদাতা থেকে শুরু করে রাজ্যের কেউ টেক্সাসের বাসিন্দাদের করোনার টিকা নিতে বাধ্য করতে পারবে না।

গ্রেগ শুধু আদেশ জারি করেই ক্ষান্ত হননি। এ নিয়ে আইন পাশ করতেও নির্দেশ দিয়েছেন রাজ্যের আইনপ্রণেতাদের। গ্রেগের মতে, অনেক হয়েছে। করোনা টিকা না নেওয়ায় অনেকেই নানা ধরণের বাধার সম্মুখীন হয়েছেন। এবার এসব বন্ধ হওয়া উচিত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার বড় একটা অংশ এখনো করোনা টিকা নিতে ইচ্ছুক নন। অনেকে বিষয়টিতে বিশ্বাসই রাখেন না। করোনা টিকায় উৎসাহিত করতে তাই প্রদেশে প্রদেশে নানা ধরনের সুযোগ সুবিধা ঘোষণা করা হচ্ছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - রাজশাহীর খবর