করোনা আক্রান্ত সাংবাদিক, আতঙ্কে বেছে নিলেন আত্মহত্যার পথ

৩৪ বছর বয়সের একজন সাংবাদিক৷ একটি হিন্দি দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ খবর সংগ্রহে প্রতিদিন বাড়ির বাইরে যেতে হত তাকে। এরপরই ধরা পড়ল করোনা৷ করোনা সংক্রমণ কোনও ভাবে মানতে পারেননি তিনি৷ ভয়ে এআইএমএসের  চারতলা থেকে ঝাঁপ দেন৷ গুরুতর আহত হন।  ভর্তি করা হয় আইসিইউতে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়৷

করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন ওই সাংবাদিক৷ তারপর থেকে ডিপ্রেসিং ম্যাসেজ পাঠাতে থাকেন সহকর্মী ও বন্ধুদের৷ তারা সকলেই বুঝতে পারেন যে  মানসিক অবসাদে ভুগতে শুরু করেছেন তিনি৷

উত্তর পূর্ব দিল্লির ভজনপুর এলাকায় থাকতেন ওই সাংবাদিক। পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা৷ লকডাউনের ফলে কর্মক্ষেত্রেও প্রতিনিয়ত চাকরি চলে যাওয়ার ভয় ছিল৷ এর সঙ্গে  ছিল বসের মানসিক অত্যাচার৷ সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল তার। এমনটাই জানিয়েছেন তার এক সহকর্মী। এরপর করোনা আক্রান্ত হওয়ায় নিজেকে আর ঠিক রাখতে পারেননি। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ